ফাগুনের গায়ে আগুন লেগেছে
শীতের গায়ে জ্বর,
আকাশের তরে মেঘের ভরে
উঠল বুঝি ঝড়।
আমের মুকুল ডালে ডালে
শিমুল তলায় ফুল,
বর্ষা তোমার মনের মাঝে
শরৎ এ হবে না ভুল।
ছেলেগুলো আজ খেলছে খেলা
ফুলেরা সব কাঁদে
পাখিরা সব উড়তে গিয়ে
পড়েছে ভীষণ ফাঁদে।
কর্তা আছে লেপের তলে
গিন্নী চেঁচায় জোরে,
ক্ষুধার জ্বালায় বিড়াল ছানা
লেজ পাকিয়ে ঘোরে।
কোকিল কে আজ পাইনা খুঁজে
কাক করছে গোসল,
ব্যাঙ বুড়িরা দিচ্ছে নাচন
গলায় ওদের ঢোল।
টুপুর টাপুর টুপ টাপুরে
বসন্তে আজ বৃষ্টি,
জানালার ফাঁকে প্রকৃতি ডাকে
অপরূপ দৃশ্যে দৃষ্টি।