এতো অভিমান কেন তোমার ?
আমার ভঙ্গুর হৃদয়ে দিয়েছিলাম ঠাই!!!
পরিশ্রান্ত হয়ে পথের পানে চেয়ে থাকি অবলীলায়
আকুতি তোমার তরে ভুলের কেন ক্ষমা নাই ?
অভিমানের পারদে বিষাক্ত হয়ে যাচ্ছে আমার দেহ
দেখার উপায় নেই জেনেও অবিরত চেষ্টা করা,
শব্দহীন চলছি মনের অজান্তে গুপ্ত প্রান্তরে
ফিরে তাকাই আর থেমে যাই হতাশ অধরা।
কষ্ট কি পেয়েছ ! বুঝতে দাওনি কিঞ্চিৎ
নিশ্চুপ হয়ে আছো আলোর বিপরীতে করে অভিমান,
আলোর দিশা খুঁজে খুঁজে আমি ক্লান্ত তবুও খ্যান্ত নই
ফেরার তরে মেনে নিব সব যদিও কর অপমান।
নিজের ভুল খুঁজতে খুঁজতে নিদ্রায় পরে রই
স্বপ্ন যোগে ধিক্কার আর ভয়ানক শব্দের গর্জন,
মেঘের ভেলায় দেখি তোমায় দুরের মায়াছবি
ছুটে যাই সম্মুখ আরও দুরে শুধুই ভেজা বর্ষণ।
অভিমান আর কত ! প্রশ্ন মনে থেমে যাই
অনুগ্রহ পাবো কি একমুষ্টি প্রশান্তির তরে,
বিনয়ী হয়ে পরে রইব স্নেহের আশায় সারাক্ষণ
কেন অভিমান তোমার বন্দী হব কি শূন্য ঘরে!