যদি হয় গো দৈন্যদশা
হারিয়ে ফেলি মনের ভাষা
লুকিয়ে থাকে স্বপ্ন আশা
অন্ধকারে মুচকি হাসা।
এমন জীবন কেমন তবে
ব্যথার মন শুধুই রবে
যা চাই তার উল্টো হবে
ভালবাসা পাবো কি ভবে ?
অন্ধ ক্ষণে করছি বাস
দৈন্য দশায় আজ সর্বনাশ
জীবন তরে মিছে পরিহাস
শেষের বেলায় হায়-হুতাশ।