( যদিও আমার এই কবিতা ইসলামের শান্তির বানী হিসেবে দেখানো হয়েছে তবুও সবার ধর্মেই শান্তির বাইরে নয়। আজ করোনায় বিশ্ব বাসী ভয়ানক অবস্থানে আছে। মানুষ যখন নিয়মের বাইরে চলতে থাকে তখনই এমন মহামারী আসে আবার এর প্রতিকার ও হয়ে থাকে। হয়তো কিছু ক্ষতি ক্ষত করে রেখে যায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। )
মোমিন তুমি পেওনা ভয় মৃত্যুর দাওয়াত এলে
বিশ্বাস আর চেষ্টায় তোমার রোগের মুক্তি মেলে
করোনা'য় ছাড়ে না বিশ্বের মানুষে চলছে কলরব
আল্লাহ-ই পারেন শান্তি দিতে ধ্বংস করে সব।
কত হাজার বছর পার হয়েছে মহামারী'র ধরাধরি
লক্ষ রোগের উৎপত্তি হয়েছে করেছে কত বারাবারি
ক্যানসার বল, যক্ষ্মা বল, রক্ষা এখন আছে
ঈমান রাখো মোমিন তুমি শান্তি তোমার কাছে।
মৃত্যু তোমার আসতে পারে কারণে'র কি দরকার
সমাধানে'র পথ খুঁজতে হবে সাহায্য করতে সরকার
নিয়ম মেনে চলতে হবে আর পড়তে হবে নামাজ
আল্লাহ্র কাছে শুকরিয়া করলে বাঁচবে এই সমাজ।
রোগের বাসা তোমার শরীরে বেঁধে আছে কত শত
তবুও মানুষ চলছে বেজায় এড়িয়ে অবিরত
বিপদ বালা আসবে আরও শাস্তি হয়ে মাঝে
সাবধান হও বিশ্ববাসী হালাল হারামে'র কাজে।
তোমার জন্য হচ্ছে এসব এটাই বাস্তব কথা
জুলুম, নিপীড়ন, ধর্ষণ, খুন দিচ্ছ আরও ব্যথা
শয়তান দিয়েছে তোমায় অন্ধকারে'র কালছায়া
আল্লাহ্ তাই শাস্তি দিয়ে থাকে আবার করে দয়া।