আমরা মুসলমান
আল্লাহ্র নামে শপথ করি
বিশ্বাস করে বুকে রাখি আল-কুরআন
আমরা মুসলমান !
সাহস আছে, শক্তি আছে, আছে মনে ক্ষমা
তবুও লুটছে, ঘরে ফুটছে, শক্তিশালী বোমা
দিল্লীতে আজ জ্বলছে আগুন
দিনে রাতে করছে খুন
ভারত বর্ষে মুসলমানদের নিধন পরিক্রমা।
শত বর্ষ পার হয়েছে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ
আফগানিস্তান, ইরাকেও চলছে মুসলমানদের জব্দ
চীন ও আজ কম কিসের
মিয়ানমার জাতি বিষের
বিশ্ববাসী শোনার বেলায় আর বলার বেলায় স্তব্ধ।
আমরা মুসলমান
আল্লাহ্ ই সর্ব শক্তিমান
শান্তির বানী কুরআনকে তোমরা করো না অপমান
লালসার মাঝে থেকো না আর বিতাড়িত কর সয়তান।