জনতার মাঝে জনতা শূন্য
লোকালয়ে বিলীন হয়ে পাহাড়ে অরণ্য।
ঠিকানায় ভুল পাখির বাসা
কোলাহলে স্বপ্ন নিঝুম নিরাশা।
বইয়ের পাতায় এলোমেলো ছবি
পশ্চিমে উঠছে আজকের রবি।
ঘরের ছাঁদে আজ শোবার বিছানা
পুকুর খাল বিল হয়েছে আপন ঠিকানা।
গোছানো ভুল গুলই হয়েছে ঠিক
মানুষ নামের ঘড়ি চলছে কোন দিক ?