(আজকে অন্য একটি কবিতা দিয়েছিলাম কিন্তু সম্পাদন করতে গিয়ে মুছে গেছে তাই এই কবিতা দিলাম )
মতের বিরোধে বাঁধিয়া যে থাকে
মন তো যায় না তাহার সে বাঁকে
যে চায় না খারাপের অবসান
কি হবে তাকে করে অপমান ?
বোঝার সময় যখন সমাপ্তির পথে
কে তুলবে তাকে বর্তমান রথে ?
টাকা পয়সা যার তরে সবকিছু
অভিনয় ছাড়ে না তার পিছু পিছু।
তবুও বাঁচতে করে ঢঙ্গয়ের হিস ফিস
বল তাকে কি করে বলবো খবিস
উঁচু আসনের ফায়দা থাকে তার হাতে
দিনে রহস্যময় আর ভয়ংকর রাতে।