শঙ্খচিলের ভিড়ে আমি হারিয়ে যাব প্রেমের ছোঁয়ায়
নদী তীরে সবুজাভ জলে তোমায় দেখতে আয়না ভেবে
এমনই একদিন প্রেম এসেছিল বাউন্ডেলে এই মনের তরে,
স্রোতের তোড়ে ঘোল খাওয়া নাবিক হয়ে ভালোবাসি বলতে
ক্লান্তি হীন দৃষ্টি তোমার চোখে খুঁজে নেওয়া নেশায়
সমস্ত রীতির বিপরীতে থেকেও পাল্টে দিলে
করে নিলে ক্ষণিকের মহিমা অন্তরে সমকাল
মহাকাল যাত্রায় ছেড়ে দিলে'না শিরি ফরহাদের মতো
অবিচল' তোমাতেই মেঘের ভেলায় ভালোবেসে যাবো
সারস পাখি হয়ে করবো মেঘের সাথে আড়ি
ছুটি দিয়ে দিব রোদের খরতাপ সারাক্ষণ হবে বসন্ত
ফুলগুলোকে রানী বানিয়ে নিব তোমাকে হিংসা করার ন্যায়
বিরক্তি ধরিয়ে দিব প্রজাপতিকে
দখলে থাকবে রাত্রির উত্তাপ
শূন্য গর্ভে থাকবেনা কোন প্রকার নাম
জোনাকিদের দিয়ে দেবো ছুটি
প্রেমের আলোয় ভাসিয়ে দেবো দুটি মন
প্রেম আসবে হৃদয়ে খুব করে ভালবাসবে
নিশ্চুপ থেকে করবে আলিঙ্গন আজীবনের জন্য
মেঘমাল্লাকে দিয়ে খোলা চিঠি