হুংকারের শঙ্কায় নাহি পড়িতে চাই পেতে চাই নজরুলের ছায়া,
তবেকায় এসে যায় "ওংকার! ওংকার!!" কাব্যে কবির মায়া।
দিগন্ত চিহ্ন ছাপি বারুদে ঠাঁসা বিদ্রোহী ধারাপাতের চিত্রায়ন
পেতে চাই পথে রক্ত ঝরা রথে আমরণ লড়াকু কবির মরণ।
অহিংসায় লুকোচুরি আঁধারের জলছবি পরতে পরতে আজ
গর্জে উঠা স্বার্থের নিশানে ধামাচাপা প্রতিহিংসায় নেই লাজ
তবুও লড়াই নিজের তরে ভাঙনে বিলীন হওয়ার শঙ্কায়,
উল্লাসে আবরণ পড়েছে মায়াবতী ললনার মায়াবী ধরায়।
বিশ্বায়ন যাহার তরে গতি ধারায় সংস্কার রবীন্দ্রনাথ কায়া
আলোক বাতিঘরে মিছে ছায়া ভয়ের রুহুতে সাহিত্য মায়া
আদর্শ বলিদানে পাঠক বনে আছি স'পিছ বানানোর স্বার্থে
বিদ্রোহ ধামাচাপায় মিথ্যের মায়ায় আসন ভাষণের আর্তে।
(আসরের প্রিয় কবি তাওহীদ তালুকদার এর কবিতায় অনপ্রানিত হয়ে লেখা এবং প্রিয় কবিকে উৎসর্গ করা)