(সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কবিতা লেখার জন্য, একজন ভালো লেখকের খারাপ ভাবনাগুলো নিয়ে আমিও লিখতে চাইনি তবে তার জন্মদিনে নানান জনের লেখা পাঠে একটু বিভ্রান্তিতে পড়েছিলাম)
তুমি তোমার ধর্মকে না বলতে পারো না
যদিও ধর্মজ্ঞানী তুমি নও,
জ্ঞান গবেষণায় তুমি শীর্ষে আর কতদিন?
কৃত্রিমত্তায় অবশিষ্ট হও!
লড়াই করেছো বড়াই করেছো উচ্চাকাঙ্ক্ষায়
পাপিষ্টের সদাচরণ গতি,
উস্কানির পরিণাম বিতাড়িত রোষানলে ঐ
কর্মভোগের বিষাদ রতি।
তুমি তো নজরুল হতে পারবে না উলঙ্গ হয়ে
রুদ্র মোহাম্মদও কখনো না
তবে জীবন না জীবিকা এই কুলশিত জ্ঞানে
নাস্তিক মননের চিরচেনা।
সবার মনে জায়গা করে নিয়েছো দেখেছি
তুমি তসলিমা নাসরিন
জ্ঞান গবেষণায় অন্যকে ছাড়িয়ে যেতে পারতে
তবে কেন বিষাক্ত নাগীন?