সেদিনের প্রথম আর আজ দিনের শেষ!
আহ কি চমৎকার এই ভবের মায়া!
সেদিন হেসেছিলাম আর আজও হাসলাম
কি হল জীবনে ? শূন্যতা কেন আজ?
কেন হল এমন ঘন কালো অন্ধকার ছায়া?
সাতটি বছর পার হয়েছে বুঝতেই পারিনি
কত ঘটনার সাক্ষী হয়ে আছি আমরা,
নাহ! এখন আর আমরা বলার সাহস নেই
এখন শুধুই আমি, নিঃসঙ্গ নিভৃতে একা
বন্দি ঘরে নির্জনতা আর অশ্রু ধারা।
প্রথম দেখায় যেমন ছিলে কালের বিবর্তন
হাফ প্যান্ট পড়া কোন এক বাচ্চা ছেলে,
জানো তোমার বাসা থেকে আশার পরও
আমার অট্ট হাসি থামেনি এক বিন্দুও
সেই মায়া ভরা চেহারা এখন আর কোথায় মেলে?
সাত সাতটি বছর কি করনি এই আমার জন্য
লাঞ্ছনা, অপমান, ভয় আরও কত কিছু,
আনন্দের আভায় ছিলাম দুটি পাখির মত
ভালবাসার রঙ্গিন স্বপ্নে বিভোর দুটি এক আত্মা
পাগল ছিলে বটে তুমি, ছাড়নি কখনো পিছু।
তোমার জীবনের সব, তোমার সমস্ত সত্তা
স্বজন, বন্ধু সবই ছিল আমার বন্ধনের সাথে,
তোমার মায়ের মৃত্যুতে আমায় জড়িয়ে যে কেঁদেছিলে
তখন সান্ত্বনা দিয়েছিলাম আমিতো আছি
প্রতিটি মুহূর্ত মনে পড়ছে নীরবে আজ রাতে।
জানো লেখা পড়ার সময়গুলো কেটে গেল স্বপ্নের মত
খুব ভাল পরীক্ষা দিলাম শুধু তোমার প্রেরণায়,
ফলাফল এখন আর চাই না, তোমাকে চাই
অপার ভালবাসায় অনন্ত হয়ে যেতে চাই
ফিরে পেতে চাই সেই চিরচেনা মনের ঠিকানায়।
ভালবাসি ভালবাসি ভালবাসি কতবার বলেছ
আমার বলার সুযোগ মেলেনি বুঝি আর,
মুহূর্ত কাটেনি তোমায় ছাড়া, শুধু ভালোলাগা
দু পরিবার জানতো আমাদের রঙ্গিন জীবনী
তবুও হল না আর ! হবে না পরিণয় ভালবাসার।
ঠিক যেদিন প্রথম আমি তোমায় ভালবাসি বলেছি
পরদিন কেন বলেছিলে পালিয়ে করবে বিয়ে?
কৌতূহলে না করেছিলাম একটু ভয়ও ছিল মনে
বাস্তবতায় সব শেষ করে দিলে কিছুই জানাও নি
জানাওনি সুখে আছো অন্য কাউকে নিয়ে।
ভালবাসার শেষ পরিণয় করে দিলে তুমি
শুরুর তরেই শেষ একটি দিনের ব্যবধান
আঁকড়ে থাকবো তোমার স্মৃতিগুলো নিয়ে
যন্ত্রণায় ধুকে ধুকে মরব যতদিন বেঁচে থাকবো
কে সান্ত্বনা দেবে? কি করে পাবো এর সমাধান।