এক কাপ চা
তেঁতুলের টকে কাপে চুমুক শখে
ঝালে আবার বলে উঠা আহ্!
স্বাদে খুব খাবে নাকি তেঁতুলের চা ?

কেউ কেউ চাষাড়ায়
মাল্টায় মজা পায়
পুদিনার পাতা সাথে
মিক্সার হাতে হাতে
দল বেঁধে আড্ডায় মাতে

এক কাপ চা
যাদু আছে মসলায়
রং চাও খুব খায়
তবুও মনে ধরে তেঁতুলের টক
ঝাল আর গরমের চা-টাই শখ।


# অনেক দিন পর এই কবিতাটি প্রকাশ করলাম, প্রিয় কবি কবীর হুমায়ূন এর সাথে চা খাওয়া নিয়ে লেখা ছিল। কবি কবীর হুমায়ূন স্যার কে উৎসর্গ করলাম।