প্রখর রৌদ্র তাপে এ দুপুর
এখনো ঘাম ঝরেনি তবে ঝরবে,
বিছানার কোলে খালি গায়ে বসা
তাপমাত্রা কিছুক্ষণেই বাড়বে।
গাছের নিচে পাটিতে দাদু
পাতার ফাঁকে উকি দেওয়া রোদ,
ঝরে পরা শুকনো পাতায় ঝিলিক
মৃদু বাতাস করছে কিছুটা বিরোধ।
গোটা কয়েক মানুষের হেটে চলা
পাখির কলতানি সুস্পষ্ট
টিনের চালে প্রখর তাপ তিন্দ্র
ঘুমন্ত ছোট বনের ঘুম বিভ্রষ্ট
আমের মুকুলে মৌমাছির উরাউরি
ঝরে পরে গাছ থেকে শুকনো পাতা,
ক্ষেতের নিড়ানি শেষে ক্লান্ত কৃষক
আমার আঙ্গিনায় ওদের নীরবতা।
ঝাকে ঝাকে পিপিলিকার যাত্রা
অভিন্ন পদধূলি ছিন্ন ভিন্ন সব,
চোখ বন্ধ কাকের গোসল চিত্র
বউ কথা কও পাখির কলরব।
হাঁটু পানির পুকুরে সব জড়সড়
রান্নার পানি সংগ্রহ শালা বুঝি এখানে,
বসন্তের দুপুর বুঝি এমনি হয়
আনন্দ বেদনা মাখা মানুষের মনে।