চলে যারা ভিন্ন পথে যেতে দাও সবে
নবীন সকলে তাই বিজয়ে ফিরিবে
উন্মাদনা পাবে সেই নবীন নতুনে
গভীর ডাকের সারা সকলের মনে
দিও না বাঁধা তাদের পেতে পারে ভয়
ওদের কাছে কখনো নেই পরাজয়
প্রভাতের সূর্য তারা সন্ধ্যার প্রদীপ
সাপের ছোবলে ওরা ভয়ানক রুপ

নবীন সবাই বলে নতুন পিপাসা
পরাজয় নেই জেনে জাগে মনে আশা
বার্ধক্য তাদের কাছে অন্ধকারে ছায়া
আলোক ছড়াতে তবু করে না'কো মায়া
করিতে চায় ওরাই পৃথিবীকে জয়
ভিন্ন পথের হলেও নেই পরাজয়।