হুতাশন কোথা হতে পাড়ায় আসিলো
শীত কাঁপি ঠক ঠক শীত এলো ভাই
এলোমেলো ঘর বাড়ি কি যে করি বলো
কুয়াশায় মেঘে ডাকা রবি উঠে নাই।
দীঘি পাড়ে পাখি গুলো কিচির মিচির
ছেলে পোলা কাঁপি কাঁপি পানিতে গোসল
বুড়ো বুড়ী ঘর কোনে কাঁপে থর থর
মিটি মিটি চেয়ে খোকা ঐ মায়ের কোল।
এমন শীত সকালে দেখি কত কিছু
খেজুর গাছে গাছীর রস পেড়ে আনা
সবজি ফলনে তব নেই কোন হানা
খেলিতে পাড়ার ছেলে ছুটে পিছু পিছু,
ঋতুর আবহে দেখি শীতের সকাল
পিঠা পুলি ফুল কলি বাংলা সমকাল।