কান্তা কাহার ফিরেছি আবার ভঙ্গুর হৃদয় নিয়ে
অনেক দেখেছি রংধনুর মাঝে মেঘমাল্লায় গিয়ে
অচেতন পাপড়ি পলকে নিদ্রিত আমি নাবিক ঐ
আমার আভায় নিলিমা হারায় তোমার দেখা কৈ?