ঠকের ধাক্কায় ঘুরাই চাক্কা
পাই-না সরেস নীতি,
লোভের লাভে ঠক-ই বেশি
লোক দেখানো ভীতি।