কিশোর এখন পড়ার চাপে চশমা পরে রোজ
মাথা ব্যথা সমান তালে নেয় না কেউ খোঁজ।

খেলার মাঠে অনেক ভীর মানুষ দেখার মেলা
চুরি করে মোবাইল হাতে কিশোর করে খেলা।

বন্দি জীবন রুটিন করে সময় নিচ্ছে মেপে
এদিক সেদিক অল্প ত্রুটি মা যাচ্ছেন রেগে।

বিনোদন এখন বিশ্বময় ফেসবুক ও ইউটিউব
সভ্য নামের ছোট পোষাকের নগ্ন চিত্র রূপ।