প্রতিটা মুহূর্ত কাটে বিভীষিকা ময় আতঙ্কে
এই বুঝি আমার মৃত্যু ! মৃত্যু হবে !
লাশের আনাগোনায় স্তব্ধ পাথুরে মন
শঙ্কিত হয়ে রই, কে আর বেঁচে রবে ?
আর্তনাদ, চিৎকার আরও কত কি !
চোখ বন্ধ করে থাকি কাকের মত,
নানান চিন্তায় ঘেমে যাই ক্ষণেই
আবারও হাড় কাঁপানো শীত যত।
আছিতো বেশ কোন কাজের কিছু নাই
স্বজনেরা এখন শুধু নামের বিজ্ঞাপন,
কেন যে করেছিলাম বেঁচে থাকার প্রয়াস
কেন করিনি আজও নিজের কবর খনন?
সময় ফুরিয়ে আসছে বুঝি, মৃত্যু এখানেই
কেউ আসবে না জেনেও অপেক্ষায় থাকা,
ইস! আরেকটি চিৎকার, আরেকটি মৃত্যু
এবার আমার পালা, এই বিছানা করে ফাঁকা।
অনেকদিন হয়ে গেল ঘর বেঁধেছি এখানে
নার্সেরা এখন আর আসে না, বিরক্ত হয়েছে বুঝি,
চিকিৎসা আর কি করবে! ওরা অনেক ক্লান্ত
মানবতার তরে তবুও চেষ্টা ওষুধের খোঁজা খুঁজি।