চাওয়ার মাত্রা, কতটুকু ছিল ?
যদি চোখের ভাষায় দিতে পারি বলে !
হয়তো ভেবে নিতাম এমন কিছু ……..
না বলায় যদি যাও চলে ?
যা ঘটালে ! এমন হবার ছিল না…….
আমি ভুলের মাঝেও ভুলে থাকিনি
তোমার চাহনি ভিতু করেছে মন
অভাগায় কেটেছে, বিনয়ী হতে পারিনি ।
তুমি চেয়ে থাকতে…………….
কি বলবে যদি ভেবে নিতাম,
হয়তোবা ভাল লাগায় ব্যাপ্তি হতো না
মনের রাজ্যে হতে না চিরচেনা ।
এমন হবার নয়
ভুলে যাবে, ক্ষণিক মুহূর্তে ছেঁড়ে আমায়
হয়েছে তবুও চলে যাওয়ার আগে
শুধুই ভালোলাগা, ভালবাসা নয়।