নিজের গুনে পর'কে নয়-ছয় মাপি
যদিও তারা মহান নিজ কর্ম গুনে,
আয়নায় দেখা হলে আঁতকে যে হাপি
রক্ত টগ-বগ করে ভালো কথা শুনে।
স্বভাব আমার চলা কতটুকু বাঁকা
হৃদয় ভালবাসায় স্বার্থের চাহনি,
স্বজনের কানাঘুষা লাগে সব ফাঁকা
দুধের বদলে পাই শুধু সাদা পানি।
নিয়মের ধরাবাঁধা শুভাঙ্কর ফাঁকি
আপন মহিমায় কি, বাঁধা আছে জানা?
ঘৃণার চোখে দারিদ্র অন্ন দানে মানা
দেখানো উপহারে'র পুরোটাই ফাঁকি।
গুনের তারিফে খুব খুশি হয় মন
ভাবি না অহংবোধের আছেও পতন।