ভালবেসেছি "তুলি'কে" অন্তরের সব
কৃত্রিমতা ফেলে রেখে শুধু হৃদয়ের
ঋতুর আবর্তে কাল আকাশ মেঘের
বিষাদ বিষিয়ে শুধু "তুলি" অনুভব।
কখনো বলেনি কথা সংশয় প্রকব
ভালবাসবে কি প্রশ্ন বান্ধবী ওদের
পিছু পিছু ছুটে চলা আঁতকে ভয়ের
হতাশ তবুও ক্ষণ স্মৃতিগুলো সব।
সাতটি বছরে আমি ক্লান্ত পথ চেয়ে
অবসান হয়নি যে ফিরে দেখা ভার
কঠোর মনের ভীত শান্ত শিষ্ট মেয়ে
নিথর অন্তর তবু তিরস্কার পেয়ে
সারা জীবনের জন্য নিব দায়ভার
"তুলি" আসো এই মনে ভালবাসা চেয়ে।