নতুন বছর
একটি সেকেন্ড করে দিল একটি বছরের ব্যবধান
হারিয়ে গেলো জীবনের অনেক অনেক সমাধান !
অতীত করে দিলো একটি সাল, একটি মহাকাল
হয়তো সব নতুন হবে স্মৃতি হতে বর্তমানের হাল।
শুভ নববর্ষ
স্বাগত তোমায় হে নতুন বছর আমাকে আগামী করতে
জানি না থাকবো কি না, নাকি থাকবো নতুনকে গড়তে।
তোমার নতুন ধারায় আসবে পরিবর্তনের ঝড়ো হাওয়া,
যে হাওয়ায় দুলবে বিশ্ব আর গান হবে পাগলাটে গাওয়া।
তোমার আগমনে
আশার প্রদীপ জ্বালিয়ে বসে আছি ভাগ্য পাল্টে যাবে,
মুছে যাবে গরীবের চোখের পানি ও পেট ভরে খাবে
থাকবে না বিভেদ মানবে মানবে চিত্র হবে মায়াময়,
অনন্য হয়ে থাকবে প্রজন্ম হারিয়ে যাবে মনের ভয়।