আসলো বছর কাটলো ঘোর
পেলাম নতুন ভোর,
হবে না কিছু যাবো না পিছু
পুরনোর মায়াডোর।
তুমি আমি সব শুধু কলরব
বর্ষ বরণে মাতামাতি,
অতীত করেছি ফেলে এসেছি
কে আছে আমার সাথী ?
তবুও নতুন কোমল এ মন
আশায় বেঁচে থাকে,
নতুন বছরে কবিতা আসরে
স্বপ্ন হাতছানি তে ডাকে।