দেখিনু চিরকালের সাহিত্যের ধারা
উদীয়মান কবিরা নতুন করছে
ভাঙ্গা গড়ার খেলায় আঁকড়ে ধরছে
প্রতিভা উদিত করে সৃষ্টি নব দ্বারা।
চেতনায় আধুনিক কলমের সেনা
পরিবর্তন সাধনে দিগন্ত উন্মুখ
নিরব আঁচড়ে তার কান্না ভরা বুক
প্রজন্ম সৃষ্টিতে তাই থাকে চিরচেনা।
সহনীয় ভাষা ভাষী মাত্রা দিয়ে ছন্দ
ভাবের আবর্তে তব গদ্য পদ্য ছড়া
নব সাহিত্যে যদিও আছে খুব দন্দ
আধুনিক নাম ঘেরা কে'বা কারা অন্ধ
লক্ষ কবির লেখায় কবিতা অধরা
অন্তমিল কাব্য ভাবে পাবে বুঝি ছন্দ।
।। প্রিয় কবি "মার্শাল ইফতেখার আহমেদ" এর গতকাল প্রকাশিত একটি সনেট কবিতায় উৎসাহিত হয়ে আমার এই লেখা ।।