হয়তোবা হারিয়েও যেতে পারতাম
আঁধার অমানিসায় বায়ুতে বিলীন
আবেগের স্বপ্নগুলো হয়েছে মলিন
তবুও খুঁজতে হবে জীবনের দাম
ঠিকানা বিহীন সব অস্থিরের নাম
অবলোকন করছি হাতে দূরবীন
নীলাম্বরী মেঘদূত হয়ে সমীচীন
সীমাহীন দুর্দশায় কুড়াতে সুনাম।
আমি অন্ধকারে যাবো মনের ভাবনা
সরল রেখা ভঙ্গুর ঋণের বোঝায়
জীবন যুদ্ধের তরে হারাই প্রেরণা
পালিয়ে বেড়ানো মাঝে ঐ অনুশোচনা
আতঙ্ক সর্বক্ষণের দুরহ খোঁজায়
ঋণের ভয়াল থাবা নেহাত যন্ত্রণা।