রক্তমাখা লাল পতাকা আমার খোকা'র হাতে
ছুটে চললাম শ্রদ্ধা দিতে আজকে মধ্য রাতে
অমর একুশ আমার একুশ খোকা'র মুখের বুলি
ভাষার জন্য রফিক জব্বার, কেন খেলো গুলি?

প্রশ্ন শুনে চোখের কোনে জল গড়িয়ে পড়ে
শুনেছি আমি আরও কত শহীদ হয়েছে অকাতরে
বাবা আমি দেখিনি তখন কেমন ছিলো ওরা
বাংলা ভাষায় অমর গাঁথা পাচ্ছে ফুলের তোরা
অ আ বলতে মধুর লাগে এটাই দাবি ছিলো
শ্লোগান মিছিল ছাত্র হয়ে নিজেদের বিলিয়ে দিলো

বাবা তুমি কেন তখন ছাত্র ছিলে না বলবে?
তোমার নামে রাজপথে তয় খালি পায়ে চলবে!

আমি বাবা অনেক পরে জন্মেছি বাংলার ঘরে
বাংলা ভাষা মায়ের বুলি শ্রদ্ধা বীরের তরে
কৃষ্ণচূড়ার সবুজ গাছে লাল ফুল'যে ছিলো
বিশ্ব এখন মাতৃ ভাষার স্বীকৃতি যে দিলো
এই পতাকা তোমার হাতে ফালগুণের এই মাসে
বীর শহীদের তবেই তো বাঙালিরা ভালবাসে।