সূর্য আলোক আমার আকাশ
ক্ষর তাপের মাঝে
লাগে ভালো মন বাতাসে
থাকলে ভীষণ কাজে
চন্দ্র তুমি আলো ছায়া
দাও গো আমার আকাশে
মাঝে মাঝে তোমার আলোয়
মেঘের ছায়া ভাসে
পাখি তুমি ডানা মেলো
আকাশ আমার ঐ
খুঁজি তোমায় দেখতে আবার
তুমি থাকো কই
সাদা কালো মেঘের ভেলা
একলা কেন তোমার চলা
আমার আকাশ তোমার বুঝি
কান্নায় কথা বলা
আমার আকাশ হরেক রকম
একটা কিছু নাই
তোমার কাছে প্রশ্ন আমার
কোথায় তাহা পাই
দুঃখ আছে সারি সারি
সুখ তো অনেক বেশ
আমায় খুঁজলে পাবে
তোমার চাওয়ার শেষ
রাতের মাঝে তারার মেলা
মিটি মিটি দেখা
আমার আকাশ তোমার জন্য
অনেক কিছু শেখা
সাগর জলে হরেক রকম
পাইবে অনেক কিছু
আমার মাঝে ঐ জলেতে
ছাড়বে না তার পিছু
আমার আকাশে হারিয়ে আমি
নিত্য খুঁজি যা
তুমি কিবা এনে দেবে
ভালবাসায় ফিরে পাওয়া।