ফিরে নাহি পাব আর
বাংলায় লেখা নাম,
রক্ত মাখানো শহীদের
স্মৃতিময় ৮ই ফাল্গুন।

আজ এসেছে নতুন বছর
নতুন দিন তাই অবধারী,
ফাল্গুনের সাজ মেলেছে আসর
একুশে ফেব্রুয়ারি।

আমি বাংলা ভাসায় বলি
একুশে ফেব্রুয়ারি,
এখনও বুঝিনি এই আমি
ইংরেজি ভিখারি ।