আজ আমার বাংলায় স্বাধীনতা নেই
শত শহীদের নেই রক্ত মাখা মাটি
আজ আমার সম্মান কার হাতে দেই
সন্ত্রাস আর দুর্নীতি বসিয়েছে ঘাঁটি।
আছে জন নিরাপত্তা নামক আইন
সন্ত্রাসী দমনে আছে নামের দলিল
ধর্ষণ আর খুনের সামান্য ফাইন
ক্রসফায়ার এখানে জনতা নির্মূল।
বাংলার মাটি বিষাক্ত রক্তে ছেয়ে গেছে
সময়ের স্রোত চলা দুর্নীতির দম্ভ
সন্ত্রাস বাড়ায় ভব রাজনীতি স্তম্ভ
মনের বাতাসে কালো পতাকা ভেসেছে।
সবুজের দেশ আজ পরাধীন! জিম্মি!
গীবতের রাজনীতি ধংসে মাতৃভূমি।