বাঁধন আমার সাথে মমতার ডোরে
ভালবাসা সবটুকু দেয় বুক ভরে
আঁচলের নিচে রাখে ছায়া ঘেরা বুকে
কষ্ট কি'বা পায় নাক চোখ রাখে সুখে
শাসন আমায় করে কষ্ট নিজে পায়
তবুও আমার কাছে ভালবাস চায়
আহার তুলে না মুখে আমি ভালো খাই
অনাহারে কাটে দিন পরে যদি চাই।
ভালবাসে বুক ভরে যদি কাছে পায়
সুখের কান্নায় কাঁদে একা নিরালায়
ভালবাসি মা'কে আমি নিজ থেকে বেশি
কোথাও পাই না সুখ তাই ফিরে আসি
অভাব নিজের ঘরে মা'কে দেখে ভুলি
স্বপ্ন দেখি মা'কে নিয়ে হলেও গোধূলি।