নিষ্পাপ হয়ে এসেছি
পাপী হয়ে কি যাবো ?
কখনো কি ভেবেছি বল
এতোটা কষ্ট পাবো ?
আপন বল পর বল
কেউতো কারো নয়,
এই দুনিয়ায় যা কিছু আজ
সবই যে অভিনয় ।
কষ্ট তুমি দিও না বন্ধু
জন্ম ধারিণী মাকে,
বিপদে পরলে আল্লাহর কাছে
সেই প্রথম ডাকে।
যাবার ক্ষণ আসবে কখন
জানার ভাগ্য নাই,
ওপারের যোগার কবে করবো
সময় আরও চাই।