নতুন একটা বউ এলো
ঘোমটা মাথায় দিয়ে,
খুঁটি নাটি অনেক কিছু
দেখলাম তাকে গিয়ে।
চেহারা তার ভারী সুন্দর
ফর্সা গায়ের রং,
দুষ্টু কথায় খুব যে হাঁসায়
বলায় অনেক ঢং।
উপচে পড়া ভীরে'র মাঝে
হয়ে মধ্য মণি,
কত লোকের আনা গোনা
আমি হাতে গুনি।
মেকাপ হাতে মেকাপ পায়ে
সাজানো মাথার চুল,
এক পলকে দেখলাম কিছু
চোখের হল ভুল।
যাহার তরে প্রেম নিবেদন
ছিল সেদিন কালো,
হয়নি বাঁধন হয়েছে গোপন
আজ সেজেছে ভালো।
হাসি মুখ আর কষ্টে দুঃখ
হয়নি কথা বলা,
আসবো না আর এই গলিতে
হবে না পথ চলা।