আমি হয়তো'বা বোকা
মাঝে মাঝে খাই ধোঁকা,
বুঝি না তেমন ভালো কিছু
বিপদ ছাড়ে না আমার পিছু।

হয়তো বা আমি একটু পাগল
কেউবা বলে আমিই ছাগল,
ভুলের মাঝে আমি শেষ
তবুও আছি এইতো বেশ।