তোমার অন্ধ চোখ-ই আমার হৃদয়ের আলো জ্বালিয়েছে
তবুও ভঙ্গুর স্বপ্নগুলো প্রতিনিয়ত নিমজ্জিত করে গহীন অতলে,
নেশাতুর চোখ আর নির্যাতন কুড়ে কুড়ে খাচ্ছে দেহ
ভালোবাসা ফিকে নয় প্রমাণ করতেই কেটে যাচ্ছে কাল।
নোনা সময়ের পরিমিতি বোধে ঘর্মাক্ত সূর্যদেবের রুষ্টতা,
শ্রান্ত বিকেলের ম্রিয়মাণ বদন… উফ বড্ড বিরক্তিকর!
অস্থিরতা হাঁটি হাঁটি করে চলে এসেছে রাতের শরীরে…
ফাঁপরে পড়েছে অবেলার লৌকিকতা।
বিদ্যুতের সাথে আঁড়ি করেছে তনুমন
ভালোবাসা তো সেই কবেই বিদায় নিয়েছে, উপরি পাওনা মশা দের গুঞ্জন…
আহ! বেঁচে থাকাটা সলিল সমাধিতে...
রজনীগন্ধার ডালটা করিডোরে হেঁটে বেড়ায় কিছু সৌরভ বিলিয়ে…
মৃত্যুটা আটকে দিলো প্রকট ভাবে,
বাতায়ন খুলে সেই দৃষ্টিনন্দন কে খুঁজি কই আকাশ তো মেঘলা নয়...!
তাহলে কি তুমি হারিয়ে গিয়েছো?
আমার শরীরের প্রতিটি রন্ধ্রে তোমার বাস, সে কি তুমি বোঝ না ?
অনুভবের খেয়ালে.... আমার শরীরে লেপ্টে থাকো অহর্নিশ
আমি উজাড় হই তোমাতে.....
নিশিতে নির্জনে অন্ধ চোখের আলোক আলাপন......
বড্ড ভালোবাসি তোমায়....!
"অভিযাত্রিক-২০২৪"