ভালোবাসো বাসবে না চেয়ে থাকো ভয়ে
স্বপ্ন দেখো শুধু স্বপ্নে স্বপ্ন লোকালয়ে
চেয়ে থাকো অন্তঃনীড়ে দেখ চোখে ভাষা
রাখো মুখে মলিনতা স্বভাবে নিরাশা।
পুকুরে কল্লোল দেখ ভেসে যায় ছায়া
বিষণ্ণতা রাখো মুখে সতেজ অভয়া
পরিপাটি ঠোঁটে হাসি অন্য কেহ নয়
আমায় ভালবাসবে তাতে কত ভয়।
আকাশের মেঘে ভাস শুধু সাদা মেঘে
গাছের আড়ালে রাখো লুকিয়ে নিজেকে
শব্দ ছাড়া পায়ে হাঁটা দেখে দু'নয়ন
ভাষাহীন কথা বলা যা তোমার মন।
দেখো তুমি মেলে আঁখি আমি সব বুঝি
ভালোবাসো জানি বলে সারাক্ষণ খুঁজি।