কাউকে সঙ্গে যখন পাওয়া যায় না
কেউ যখন সীমানা হারায় অজানা
খুঁজে ফিরি তখনই হারিয়ে তোমাকে
নয়তো হারিয়ে যাই দুরে কোন দিকে।
অজানা সীমান্ত বন্ধ প্রবেশাধিকার
গহীনে যায় হারানো তব না ফেরার
অজানা সীমান্ত শুধু ঘন অন্ধকার
সেখানে নেই কল্পনা আছে হাহাকার।
কষ্ট যেখানে একাকী সুখ কভু থাকে
ছুটে চলে পার হয়ে নদীর ঐ বাঁকে
যেখানে শুধুই কষ্ট কে রবে সেখানে
সুখ নামের কোকিল পালাবে সে জানে
যেজন আমার মাঝে নেই_আছে ভবে
তোমায় দেখে আবার নিজেই পালাবে।