ছোট বাচ্চার নুনু কাটতে
লুঙ্গিটা থাকে যেমন ফাঁকা,
লকডাউন নামক সিদ্ধান্ত
সকাল সন্ধার চিত্র আঁকা।
নিয়মনীতির ফাঁক ফোকরে
চলছে লুটের পসরা,
এটা আনতে ওটা কিনতে
পকেট কাটার খসরা।
চলবেনা কিছু চলছে সব
মুল্য কাটে মধ্যবিত্ত,
সমানতালে উন্নতির রূপ
কলম খোঁচায় নিত্য।
আসলে কি বেবাক বলদ!
জনগণ নামের গাধা?
বাংলা মাটির লকডাউনে
সত্যি গোলক ধাঁধা।
তবুও ভালো ঋণের তরে
মিটছে পেটের জ্বালা,
বেকার অভিশাপ দিনে দিনে
মনটা করছে কালা।