খোলা তালায় বন্দি ঘর
ভালবাসায় আপন পর
কাছে আসলে ভীরু মন
লক ডাউনের এই কারন।
করোনায় দুরে থাকো
আল্লাহ্কে বেশি ডাকো
মুক্তি তোমার এই আশা
ফিরে পেতে ভালবাসা।
মহামারীর করোনা
একটু দুরে সরো-না
ফোনেই এখন প্রেম কথা
পেয়েও না তুমি কোন ব্যথা।
তোমার যা ইচ্ছে হয়
মনের মাঝে রাখার নয়
কল্পনাতে ডুবে থাকো
মনে মনে আমায় ডাকো।
দরজা রেখো একটু ফাঁকা
পাবে কিছু ছবি আঁকা
সঙ্গে আরও কিছু যুক্ত
ভাইরাস থেকে কর মুক্ত।
পালিয়ে আশায় ধরা খেলে
হয়তো যাব আমি জেলে
নয়তো পাবো লাঠির পেটা
ভালবাসার পরিণাম যেটা।