তোমার জন্যে ভালবাসাটা এখনকার হেমন্তের মতো!
নীলাবতী আকাশে সাদা মেঘের উড়া উড়ি নাই,
বাতাস প্রবাহ চলে ঠিক যেন বৈশাখী ঝড়ের বেগে
ইচ্ছে খুশি যখন তখন ঝরে বর্ষার বর্ষণ প্রবল ধেয়ে!
ভালবাসি এখন আর বলা হয় না মিষ্টি আবেগী হয়ে
হরেক প্রশ্ন মনে, আর দূরে থাকার বাহানায় ভুলে যাওয়া
সারস পাখিরা কি আজও উড়ে যায় ঐ নীলিমায়?
সবুজ ঘাসের ছোঁয়া খুঁজতে হয় না মনের প্রান্তরে
তোমার ভালোবাসায় এখন আর উষ্ণতা নেই
এখন তো শীতের অপেক্ষা দীর্ঘতর হয়ে যায় কেন জানি
প্রখর রৌদ্র তাপে পুড়ে যায় অন্তরের সাজানো স্বপ্নগুলো
শুখিয়ে যাচ্ছে তাপদাহে প্রবাহের সুমিষ্ট তৃষ্ণার পানি।
আমি ভালো নেই এখন এই কথাটিও বিষণ্ণতায় মাখা
বৃষ্টিতে বারণ, বাইরের কোলাহল অবমুক্ত হবে না
কাঁদা মাখা পথগুলো অভিমানে করছে অঝরে কান্না
অভিমান অভিনয়ে আর কতো কাল সুখে থাকা?
আমার চোখগুলোই এই হেমন্তের মতোই পরাধীন
বৃষ্টি ঝরায় বিনা কারণে যদিও থাকে লোভ দেখানো রোদ
তবুও অপেক্ষা পরিবর্তনের ধারাপাত বন্ধ হবে ভালোবাসায়
আবেগী আত্ম চিৎকার শুধু হেমন্তকে বাঁচিয়ে রাখবে।