হাসপাতালের ডাক্তার ভালো
ভালো নার্সের সেবা,
তবুও যেন হাসপাতালের ঐ
দুর্নীতি করে কে'বা?
সরকারী হোক দরকারী হোক
মূল্য কোথাও ছাড়ে না,
টাকার মহড়া ছিটের ভাড়ায়
গরীবের ধার ধারে না।
এখানে দাও ওখানে লাগবে
বায়না শুধু নেওয়া,
টেস্ট লাগবে লিস্ট দিয়েছি
বিলম্ব কেন দেওয়া?
এই তলা আর ঐ তলাতে
হিসেব বোঝা দায়!
বাংলাদেশের রোগের রুগী
এমনি দিন কাঁটায়।
টাকা থাকলে জামাই আদর
জি হুজুর শোনা ডাক,
ধমক দিলেও যায়না সরে
কখনো করে না রাগ।
হাতে তাদের চুলকানি খুব
ওষুধ কেউ খায় না,
টাকার গন্ধে মিষ্টি হাসিতে
পকেট ভরা বায়না।