মেয়ে, তোমার টানে আমি শূন্যে ভেসে চলি
আমায় দেখে মেঘে'রা দারুণ হিংসুটে হয়ে যায়,
নীলে'র আভায় শাণিত করি প্রেমিক হতে
শিলা খণ্ড মেঘ ছুড়ে মারে এই শূন্য ধারায়।

মেয়ে, তোমার দৃষ্টি আমাকে ঐ অন্ধকার রাতে
এক টুকরো জ্যোৎস্নার আলো মনের ক্যানভাসে,
জোনাকির মতো মিটি মিটি জলে আর নিভে
ঝিঁঝিঁ পোকারা আমার গান শুনতে ভালবাসে।

মেয়ে, তোমার অপেক্ষায় আমি নিরবধি নাব্য
সারস পাখির ঝাঁকে মিশে যাই আপন খেয়ালে,
তুলির আঁচড়ে হয়ে যাই গহিনে'র উঁচু অরণ্য
ঝুলে থাকি কালের আবর্তে গ্রন্থ কি'বা দেয়ালে।

মেয়ে, তোমার তরে হারিয়ে যেতে চাই শেষে
নতুন আগমনে বৈশাখ নিয়ে আসে প্রবাহ ঝড়,
সংখ্যা গোনার অতীত সময়কে বিদায় দিয়ে
হারানোর ভয়েও স্বপ্ন বুনি তোমার বুকে ঘর।