হাজার বস্তা আমার হলেও
কেজি'র পাল্লা ধর,
ব্যাগে'র ভিতর জলদি ঢুকায়ে
সামনে থেকে সর।
ভোটের সময় হাত পেতেছি
টাকার থলি দিয়ে,
এখন কেন ভেজাল করস
চাউল চুরি নিয়ে।
কষ্ট অনেক করছি আমি
পেতে নেতার আসন,
সামনে আরও বড় হব
তাইতো করি শাসন।
যাই করস কিছুই হবে না
দল যে টাকায় কেনা,
উপর মহল আশা যাওয়ায়
সবাই এখন চেনা।
নেতার এমন কথা শুনে
ফেলে মাথার বস্তা,
গালির বুলি হাজার হাজারে
সাথে লাথি সস্তা।
দিন মজুরে কৃষক যেন আজ
পাগলা ঘোড়ার রূপ,
চোর নেতার চামচারা সব
দুরে থেকেই চুপ।