যখন হাসলে তুমি আমার কান্নায়
দুচোখের পানি তখন বেশি করে ঝরে
তবুও হাসাতে মন ব্যথা অজানায়
ভুলে যাবে ভাবি এই হাঁসি অন্ধকারে।
দুচোখ মেলি না আর প্রকৃতির মাঝে
বলি না মনের কথা কভু কারো সাথে
নিরবে বসিয়া থাকি একা সান্ধ্য সাজে
আশায় বাঁধিয়া বুক দিনে কিবা রাতে।

নিজের কারণে পেয়ে বড় বেশি ব্যথা
তবুও তোমাকে দেখে কেন যে এমন
ভালবাসি না বলায় ভীষণ বেদন
লুকোচুরি করি তবু দেখাতে অযথা।
শুধু চেয়ে থাকা আর কষ্টকে আড়াল
নিরাশার পথ চেয়ে হাসির দালাল।