কালের চিঠি হালের তরে
পাঠের মানুষ বেহুঁশ,
রং জামানা পাল্টে দেখ
ধান মোড়কে'র তুষ।
কলি-কাল বলি কাল
আজকে কোথায় থাকি !
অভাব স্বভাব পর করেছে
সত্য এখন বাকী ।
সাদা চুল কালো হলে
বেজায় খুশি মন,
ফ্যাশন প্যাশন ভাব ধরেছে
কালচারের জনগণ।
সভ্যতা আজ ভদ্র ভাষায়
ডি জে পার্টি চলে,
টাকারে টাকা পকেট ভরি
বুথে লাগানো কলে।
ভালবাসা মনের মাঝে
একটি দিনের জন্য,
আবেগ টাবেগ আসলে মনে
পশুর মত বন্য।
বয়স বারে মনের ধারে
বলার বেলায় পাকা,
অগোছালো জীবন যাপন
শেষের কালে ফাঁকা।
কত নামের কত দিবস
হরেক নামে ডাকি,
বোঝার বেলায় শূন্য কোঠা
জানার বেলায় বাকী।