কিপ্টে আমি তাই বলে কি
বই পড়তে মানা,
টাকা না'হয় নাইবা দিলাম
দিবো বইয়ে হানা।

কে লিখলো মুখ্য বিষয়
কি লিখলো দেখা,
লেখার ঘ্রানে তৃপ্ত জ্ঞান
নতুন কিছু শেখা।

তুমি আনছো তুমি আনবে
দিতে আমায় বই,
তোমার হৃদয় কিপ্টে নামেই
জায়গা করে রই।

বই মেলাতে যাই না জানো
লেখক পাঠক বেশী,
দেখার চলে স্বপ্ন হারায়
চুপসে দেহ পেশী।

আমিই লেখক আমিই পাঠক
স্লোগান হবে শেষ,
নতুন বইয়ের মলাট ছোঁয়ায়
তৃপ্ত জ্ঞানের রেশ।

তোমার লেখা বইয়ের টানে
ছ্যাচরা একটু আমি,
পাঠক হতে পাগলামিতেই
নাইবা হলাম দামী।


# ইতিমধ্যে হাতে পেয়েছি আটটি গ্রন্থ
১। কবি সেলিনা খাতুন - প্রনয়
২। কবি সরদার আরিফ উদ্দিন - রোহিঙ্গা এবং ঈশ্বর
৩। কবি সরদার আরিফ উদ্দিন - অন্তর্দহন
৪। কবি এম. মাহবুব মুকুল - বিন্দু বৃত্ত জীবন
৫। কবি অবরুদ্ধ মাহমুদ - খানিক অন্যরকম
৬। কবি রুনা লায়লা - ঠ্যাং ভাঙা ব্যাঙ
৭। কবি মোঃ ইব্রাহিম হোসেন - ইতি কথা
৮। কবি মোঃ বুলবুল হোসেন - মধ্যবৃত্ত (উপন্যাস)