অভাগা মানব জাতি বুঝল না ভবে
আল্লাহ্ পরম দয়ালু বুঝবে যে কবে?
অহংকারী বনে আছে সদা হিংসে মন
পাপ কাজে লিপ্ত তব সবে সারাক্ষণ।
মিথ্যায় মোড়ানো সব জীবনের স্বাদ
প্রলোভনে পড়ে গেলে পায় অপবাদ
স্বার্থের ডামাডোল তব ভুলায় সততা
তবুও মহান এই ভবে শুধুই বিধাতা।
পরের তরে যে করে নিজেকে মহান
ক্ষুণ্ণ আল্লাহ্র তরে হবে আমলের মান
পরকালে যাবার ভয় আসবে যেই ক্ষণ
কূল হারিয়ে করবে তখন শুধুই ক্রন্দন।