(প্রিয় কবি মার্শাল ইফতেখার পাতায় মন্তব্যে লিখেছিলাম কিছুটা, আজ পুরোটা প্রকাশ করলাম এবং তাকেই উৎসর্গ করলাম)
কি বলবো আর
কবিতা সমাচার
আলোকিত করেছো সাহিত্য পাতা,
লেখা লেখি তাই
এমনি পেতে চাই
খালি থাকুক পরে আমার কাব্য খাতা।
শুধুই গদ্য নয়
পদ্য লেখাও হয়
নতুন মাত্রা পেয়ে থাকি নিত্য দিনে,
শুধু পাঠক হব
কাছা কাছি রব
তোমার অর্জনেই খুশি আমি বীণে।
মার্শাল ইফতেখার
কবিতার রূপকার
পেতে চাই তোমায় সাহিত্য মননে,
কত জনের লেখা
দেখে হয় যে শেখা
তবুও তোমার গুন রবে আমার সনে।