আমরা সবাই বন্ধু তিনে একে দুই
পরো সুখে মনে খুশি অন্তঃমিলে ভাই
আপন জনে নিঃস্বার্থ বন্ধু নিরঞ্জন
সদা ভবে অন্তঃমিলে নেই ভিন্ন মন
নিজের ত্বরায় করি সদা বিশ্ব ভার
চোখের চাহনি তরে অন্যকে আহার
বিষাদ সবার বুকে লুকানো তা জানি
কাঁদি না কখনো কেহ ঝরে পরে পানি।
কষ্টে যারা পরে থাকি নেই তারা ভার
বন্ধু মিলে আড্ডা করি কষ্ট হারাবার
স্বপন রনি সুজন সুমনেরা সবে
আশিক সোহাগ তব মন মাঝে রবে
যন্ত্রণা সবার মাঝে নিছক নিরাশা
বন্ধু সবে পরা ভবে শুধু ভালবাসা।