কভু হারিয়ে যাইনি তোমার থেকে দূরে,
তবুও শঙ্কা মনে তুমি উদাসীনতা মুখে রাখো।
তোমার তরেই বেঁচে থাকার মানে খুঁজে নিয়েছি,
প্রতিটি মুহূর্ত যেন কাটে দৃষ্টিহীন সামনে থেকেই।
তবে কেন এতো প্রশ্ন মনে, কেন এতো সংশয়?
অভিমান আর চাপা কষ্টে পাহাড়ের সাথে মিশে যাই
সাদা মেঘের ভেলায় চড়ে,
কষ্টের কথাগুলো শুনতে শুনতে মেঘের চেহারা পাল্টে যায়
কালো হয়ে ঝরায় নিজের বুকফাটা জল।
হয়না তখন পাহাড়ে গিয়ে থামা, কেন নিরুপমা?
তুমি ভালো থেকো, প্রার্থনা করি এই আশায়
নীরবে ছেড়ে যাওয়া স্বপ্নগুলো খুঁজে ফিরি রাতের অন্তরায়,
বিদ্রোহ করি গভীর অন্ধকারের সাথে।
হুতুম পেঁচায় এসে নিয়ে যেতে চায়, ক্ষুধার্থ ও হিংস্রতা দেখিয়ে।
বুকের মাঝে ভয়ের কাঁপনে আলোর খোঁজে হই হয়রান,
তখনো পাশে আছো ভাবনাতেই পাই সাহসের যোগান।
কভু হারিয়ে যাইনি তোমার থেকে দূরে,
অনন্ত হয়ে থাকা হয়তো হবে না, তবুও তোমার তরে রবো।
সঙ্গী হবো যতকাল বেঁচে আছি ভালবাসা দিয়ে
অনুভবের মায়া দিয়ে যাবো, আলিঙ্গনে তোমার বাহু
আমার কিছুই হবে না, কিছুই হয়নি ভেবে রাখো
কান্নার আহাজারিতে ক্লান্ত আর হইয়ো না।